ঢাকা৪ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  1. ! Без рубрики
  2. Echt Geld Casino
  3. test2
  4. অপরাধ
  5. অর্থনীতি
  6. আন্তর্জাতিক
  7. আরো
  8. এক্সক্লুসিভ
  9. খেলাধুলা
  10. জাতীয়
  11. তথ্য প্রযুক্তি
  12. দেশজুড়ে
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বাণিজ্য
  15. বিনোদন

অপুকে কটাক্ষ করলেন বুবলীর বড় বোন

admin
ফেব্রুয়ারি ১, ২০২৪ ১০:৫৮ পূর্বাহ্ণ
Link Copied!

চিত্রনায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলী সুযোগ পেলেই একে অন্যকে আক্রমণ করে কথা বলেন। একে অপরকে হেয় করার চেষ্টা করেন চিত্রনায়ক শাকিব খানের দুই স্ত্রী অপু-বুবলী। এবার বুবলীর পক্ষ নিয়ে অপুর কঠোর সমালোচনা করেন বুবলীর বড় বোন গায়িকা নাজনীন মিমি।

অপু বিশ্বাসকে উদ্দেশ করে একটি ভিডিওবার্তা প্রকাশ করেন এই গায়িকা। যেখানে শুধু সমালোচনাই নয়, রীতিমতো অকথ্য ভাষারও ব্যবহার করেছেন বুবলীর বোন।

ভিডিওতে অপু বিশ্বাসকে ‘টোকাই’, ‘মহিলা’, ‘বস্তা পচা মাল’ আরও নানা নামে সম্বোধন করেন তিনি। এছাড়া বুবলীর বোন দাবি করেন- অপু বিশ্বাস বুবলীর নাম নিয়েই ভাইরাল হচ্ছে। তার বোন বিভিন্ন কাজে বর্তমানে ব্যস্ত থাকলেও অপু সিনেমায় কাজ না পেয়ে ফিতা কেটে বেড়ায় বলেও কটাক্ষ করেছেন।

বুবলী-অপু দ্বন্দ্বে নাজনীন মিমির জড়ানো ভালো চোখে দেখছেন না দুই তারকার ভক্তরা। কেউ অপু বিশ্বাসের সমালোচনা করেছেন, আবার কেউ বুবলীর বোনের দিকে আঙুল তুলেছেন।

এর কারণও অবশ্য রয়েছে। একসময় শাকিব-অপু বিশ্বাসের সিনেমায় প্লেব্যাক করেছেন মিমি। তার গলায় গান গেয়েছেন বুবলী নিজেও। অনেক বছর ধরেই চলচ্চিত্র অঙ্গনের সঙ্গে জড়িত ছিলেন এই গায়িকা। তবুও শাকিব-বুবলীর সম্পর্ক নিয়ে সেই সময় তিনি কেন নীরব ছিলেন, বর্তমানে কানাডা প্রবাসী মিমি হঠাৎ ভিডিও নিয়ে হাজির হয়ে অপু বিশ্বাসের সমালোচনায় মুখর হলেন কেন- সেই প্রশ্ন তুলেছেন নেটিজেনরা।
এতে নাখোশ অপুর ভক্তরা। তারা অপুকে নিয়ে মিমির এহেন কথাবার্তা মানতে পারছেন না। সেইসঙ্গে সাধারণ নেটাগরিকরাও অপু-বুবলীর মাঝে মিমির প্রবেশকে ভালোচোখে দেখছেন না। অনেকে মনে করছেন ইস্যুটি নিয়ে কথা বলে ভাইরাল হতে চান এই গায়িকা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।