কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্যানেল থেকে আবদুস শহীদ সভাপতি ও বিএনপি সমর্থিত প্যানেলের আমিনুল ইসলাম রতন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
সভাপতি পদসহ ৯টিতে আওয়ামী লীগ সমর্থিত প্যানেল সমন্বয় পরিষদের প্রার্থীরা বিজয়ী হয়েছেন। অন্যদিকে, সাধারণ সম্পাদকসহ পাঁচটি পদে বিএনপি সমর্থিত প্যানেল জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রার্থীরা বিজয়ী হয়েছেন।
কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে দায়িত্বরত প্রধান নির্বাচন কমিশনার এস এম মাহবুবুর রহমান ভোট গণনা শেষ সোমবার (৪ মার্চ) রাত ১১টার দিকে এ ফলাফল ঘোষণা করেন।
সকাল ১০টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিরতিহীনভাবে চলে বিকেল ৪টা পর্যন্ত। নির্বাচনে ৬১০ ভোটারের মধ্যে ভোট দেন ৫৬৮ জন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।