দৈ. কি.ডেস্ক : ঢাকা, ১০ নভেম্বর – হত্যা, গুম, খুনের সাথে জড়িতদের বিচারের আওতায় এনে শাস্তি ও আওয়ামী লীগ পরিষ্কারের শর্তে দলটির নেতৃত্বে আসার কথা বিবেচনা করতে পারেন বলে জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের ছেলে তানজীম আহমেদ সোহেল তাজ।
শনিবার (৯ নভেম্বর) বিকেলে বাংলা একাডেমির এক অনুষ্ঠানে আওয়ামী লীগের নেতৃত্বে আসার প্রশ্নে তিনি এসব শর্ত দেন। এদিন ঐতিহ্য প্রকাশনীর আয়োজনে কথাসাহিত্যিক অধ্যাপক আহমাদ মোস্তফা কামালের সঞ্চালনায় ‘শতাব্দীর কণ্ঠস্বর তাজউদ্দীন আহমদ: কন্যার চোখে, পুত্রের চোখে’ শীর্ষক এ অনুষ্ঠান আয়োজিত হয়।
সোহেল তাজ বলেন, ‘যারা হত্যা, গুম, খুনের সাথে জড়িত তাদেরকে বিচারের আওতায় এনে শাস্তি দেবে এবং আওয়ামী লীগ যখন পরিষ্কার হবে, তারপরে তারা যদি চায় আমি নেতৃত্বে আসি, তখন বিবেচনা করব তার আগে নয়।’
ক্ষমতার প্রতি আমার মোহ নেই জানিয়ে সাবেক এই স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের পরিবার সবসময় গণমানুষের সেবায় বিশ্বাসী। আমার বাবার একটা গুণাবলি ছিল ভালো জিনিস শেখা, আর সেটা প্রয়োজন হলে শত্রুর কাছ থেকে হলেও শেখা। নীতি ও আদর্শ যাই থাকুক উনি সবার কাছ থেকে ভালো কিছু শেখার চেষ্টা করতেন। তিনি যে মাপের নেতা ছিলেন সেটা আর কারও মধ্যে খুব একটা লক্ষ্য করা যায়নি। তার নেতৃত্বের অনেক গুণাবলি ছিল, তিনি বিচক্ষণ ছিলেন। মানুষকে আপন করে নেওয়া, মানুষের সঙ্গে যোগাযোগের দূরদর্শিতা তার মধ্যে অনেক বেশি ছিল।’
সোহেল তাজ জানান, আওয়ামী লীগের কাউন্সিল মিটিংগুলোতে বারংবার তাজউদ্দীন আহমেদ বিভিন্ন ইস্যুতে তিনি প্রতিবাদ করেছেন। তার বাবা দুর্নীতি ও দলীয় দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছেন।