ঢাকা৪ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  1. ! Без рубрики
  2. Echt Geld Casino
  3. test2
  4. অপরাধ
  5. অর্থনীতি
  6. আন্তর্জাতিক
  7. আরো
  8. এক্সক্লুসিভ
  9. খেলাধুলা
  10. জাতীয়
  11. তথ্য প্রযুক্তি
  12. দেশজুড়ে
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বাণিজ্য
  15. বিনোদন

আমেরিকায় পুরস্কৃত প্রতীক হাসান

admin
নভেম্বর ১০, ২০২৪ ১০:৫৫ পূর্বাহ্ণ
Link Copied!

দৈ. কি.ডেস্ক : বাংলাদেশের কিংবদন্তী সংগীতশিল্পী খালিদ হাসান মিলুর দুই যোগ্য উত্তরসূরী প্রতীক হাসান ও প্রীতম হাসান। দুজনেই বাংলাদেশের গানের ভুবনে নিজেদের প্রতিভার স্বাক্ষর রেখেছেন। প্রতীক হাসান অনেক আগেই শ্রোতা দর্শকের ভালোবাসায় সিক্ত হয়েছেন। আর সাম্প্রতিক সময়ে প্রীতম হাসান রয়েছেন গানের ভুবনে আলোচনার শীর্ষে।

গত জুলাই মাসে প্রতীক হাসান আমেরিকা গিয়েছেন স্ত্রী মৌসুমী ও একমাত্র সন্তান (কন্যা) প্রতীকাকে নিয়ে। সেখানে গিয়ে তিনি এরইমধ্যে বেশ কয়েকটি স্টেজ শোতেও অংশগ্রহন করেছেন। এরইমধ্যে প্রতীক আমেরিকাতে একটি বিশেষ সম্মাননায় ভূষিত হয়েছেন। বাংলাদেশি আমেরিকান পুলিশ এসোসিয়েসন (বাপা) অ্যাওয়ার্ড-এ ভূষিত হয়েছেন প্রতীক হাসান। ‘নিউইয়র্ক সিটি পুলিশ ডিপার্টম্যান্ট’র ডেপুটি চীফ ভিক্টোরিয়া পেরির হাত থেকে তিনি এই সম্মাননা গ্রহন করেন। এমন একটি এসোসিয়েন থেকে একজন শিল্পী হিসেবে সম্মাননা পেয়ে ভীষণ উচ্ছ্বসিত প্রতীক।

এ বিষয়ে প্রতীক বলেন, একজন শিল্পী হিসেবে বাপা আমাকে যে সম্মাননা দিয়েছে তাতে সত্যিই আমি ভীষণ গর্বিত। আমি বাপা’র প্রত্যেকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা প্রকাশ করছি। সেই সাথে সবার কাছে দোয়া চাই যেন আগামীতেও আমি আরো ভালো ভালো গান শ্রোতা দর্শককে উপহার দিয়ে যেতে পারি। আমার স্ত্রী সন্তান, আমার মা আর আমার ছোট ভাই প্রীতমের পরিবারের জন্যও দোয়া করবেন সবাই।

প্রতীকের সর্বশেষ প্রকাশিত গান ছিলো ‘প্রেমে দিওয়ানা’। গানটি এখনপর্যন্ত ইউটিউবে ৭০ লক্ষ’রওবেশি ভিউয়ার্স উপভোগ করেছেন। ২০১৭ সালে প্রকাশিত প্রতীক ও নাওমির গাওয়া ‘বেইয়াইন সাব’ গানটি দারুণ জনপ্রিয়তা লাভ করে। গানটি তিন কোটিওর বেশি ভিউয়ার্স উপভোগ করেছেন। গানটি লিখেছেন প্রতীক ও প্রীতম। সুর করেছেন প্রীতম হাসান।

প্রতীকের বাবার কণ্ঠের অনেক জনপ্রিয় একটি গান ‘প্রাণের চেয়ে প্রিয়’। এই গানটি সাত বছর আগে প্রতীক কাভার করেছিলেন। প্রয়াত আহমেদইমতিয়াজ বুলবুলের লেখা ও সুর করা এই গানটির পুণঃসঙ্গীতায়োজন করেছিলেন তাপস। স্টেজ শো’তে প্রতীক তার বাবার গাওয়া বিখ্যাত গানগুলোও পরিবেশন করে প্রজেন্মর পর প্রজন্মের মাঝে তার বাবাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছেন। আবার নিজেরও মৌলিক গানও পরিবেশন করেন তিনি। এটা সত্যি যে আজকের প্রতীক হাসান হয়ে উঠতে তাকে অনেক কষ্ট করতে হয়েছে, অনেক সংগ্রাম করতে হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।