দৈ. কি.ডেস্ক : কিশোরগঞ্জের হাওর অধ্যুষিত ইটনায় জমি নিয়ে বিরোধে ছানু মিয়া (৬৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে ইটনা উপজেলার থানেশ্বর গ্রামে।
নিহত ছানু মিয়া থানেশ্বর গ্রামের মৃত পাগারদি মিয়ার ছেলে। এ ঘটনায় আহত৷ আরও তিন জন হয়েছেন নিহত ছানু মিয়ার ছেলে লিটন, মেয়ে সোমা ও ভাতিজা বাবুল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ছানু মিয়ার সঙ্গে জমি নিয়ে দীর্ঘ দিন ধরে প্রতিবেশি মুক্তু মিয়ার বিরোধ চলে আসছে। এর জের বৃহস্পতিবারে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয় পরে শুক্রবার সকালে উভয়পক্ষের মধ্যে আবারও কথাকাটাকাটি এক পর্যায়ে প্রতিপক্ষের লোকজন ছানু মিয়াকে কুপিয়ে গুরুতর জখম করে। তাকে রক্ষা করতে গিয়ে আহত হন তার ছেলে লিটন, মেয়ে সোমা ও ভাতিজা বাবুল। গুরুতর আহত ছানু মিয়াকে প্রথমেই তাড়াইল সরকারি হাসপাতালে পরে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।
সহকারি পুলিশ সুপার (অষ্টগ্রাম সার্কেল) সামুয়েল সাংমা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযুক্তদের ধরতে পুলিশি অভিযান চলছে।