দৈ. কি.ডেস্ক : কিশোরগঞ্জের ইটনায় বিএনপি নেতার বিরুদ্ধে যড়যন্ত্রমুলক মিথ্যা মামলার প্রতিবাদ ও নিঃশর্ত মুক্তির দাবিতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করেছে ইটনাবাসী।
ঘটনার বিবরণ ও মামলার তথ্যে জানা যায়, রানা চৌধুরী নামক একটি ফেক ফেসবুক আইডি থেকে প্রতিনিয়ত বিএনপি চেয়ারপার্সন এর উপদেষ্টা এ্যাড. ফজলুর রহমানের বিরুদ্ধে নানা অপ্রপ্রচার ও মানহানিকর বিষয় প্রচার করতো। তাই বিষয়টি নিয়ে জয়সিদ্ধি ইউনিয়ন চেয়ারম্যান মনির উদ্দীন ইটনা থানায় সাইবার ক্রাইম আইনে মামলা করেছে। যার মামলা নং ২, তাং ৩/১২/২৪ ইং।
বুধবার (৪ ডিসেম্বর) দুপুরে ইটনা থানা পুলিশ কর্তৃক ইটনা উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি ও এলংজুরী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আতাউর রহমান আকন্দকে মিথ্যা ও ষড়যন্ত্র মূলক মামলায় ফাঁসিয়ে গ্রেফতার করার প্রতিবাদ ও মুক্তির দাবিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠিত প্রতিবাদ মানববন্ধনে বক্তব্য রাখেন বিএনপি নেতা এরশাদ মল্লিক, ইটনা উপজেলা বিএনপি নেতা গোলাম রহমান, সিরাজুল ইসলাম, যুবদলের সাবেক ইটনা উপজেলা সভাপতি ইউসুফ আলী, যুবদলের আহবায়ক আবেদ খান প্রমূখ।
মানববন্ধনে উপস্থিত বিএনপির নেতারা দাবি করেন দীর্ঘদিন যাবৎ আতাউর রহমান একজন নিবেদিত বিএনপির নেতা। দলীয় গ্রুপিং এর কারণে মিথ্যা ও ষড়যন্ত্র মূলক আইসিটি মামলায় আটক করা হয়েছে। আমরা বিএনপি নেতা আতাউর রহমান আকন্দের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবি জানাচ্ছি।
এসময় উপস্থিত ছিলেন ইটনা উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত শতাধিক বিএনির নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে ইটনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনোয়ার হোসেনের মোবাইলে গত ২৪ ঘন্টায় প্রায় ১৫/১৬ বার কল দিয়েও তার কোন রেসপন্স পাওয়া যায়নি।
বিষয়টি অষ্টগ্রাম সার্কেল স্যামুয়েল সাংমার কাছে জনতে চাইলে তিনি বলেন,জয়সিদ্ধি ইউনিয়ন চেয়ারম্যান মনির উদ্দীন বাদী হয়ে সাইবার সিকিউরিটি আইনে মামলা করেছেন এবং দুই আসামিকে গ্রেফতার করে কোর্টে প্রেরন করা হয়েছে।