শরীরের বাইরে থেকে কোনো খাদ্য বা ওষুধ হিসেবে কিছু ভেতরে ঢুকলে তাতে অজু ভাঙে না। কারণ এটি অজু ভাঙার কোনো কারণ নয়। ইনজেকশনের সঙ্গে শরীরের সামান্য পরিমাণ রক্ত লেগে থাকে। তা এতটাই কম যে, এতটুকু পরিমাণ রক্ত বের হওয়াও অজু ভাঙার কারণ নয়।
বাইরে থেকে কোনো খাবার বা ওষুধ শরীরে ঢুকলে যেহেতু অজু ভাঙে না, তাই ইনজেকশন নিলেও অজু ভাঙবে না।
ইনজেকশন নিলে সাধারণত শরীর থেকে যে সামান্য পরিমাণ রক্ত বের হয়, এইটুকু রক্ত বের হলেও রোজা ভাঙে না। ইসলামি আইন বিশারদদের মতে, শরীর থেকে বের হওয়া রক্তের পরিমাণ গড়িয়ে পড়ার মতো বেশি না হলে অজু ভাঙে না।
তবে যদি ইনজেকশন দিয়ে গড়িয়ে পড়বে এ পরিমাণ রক্ত বের করা হয় অথবা ইনজেকশনের সূচের ক্ষত থেকে রক্ত বের হয়ে গড়িয়ে পড়ে, তাহলে অজু ভেঙে যাবে।
ফতোয়ায়ে হিন্দিয়াতে বলা হয়েছে, ‘ছারপোকা বা মশাজাতীয় কীট-পতঙ্গ রক্ত খেলে অজু ভাঙবে না। কিন্তু জোঁকের মতো প্রচুর রক্ত চুষতে পারে এরকম কোনো প্রাণী রক্ত গড়িয়ে পড়বে এই পরিমাণ রক্ত খেলে অজু ভেঙে যাবে।’