দৈ. কি.ডেস্ক : গাজা উপত্যকায় চলমান ইসরায়েলি আগ্রাসনে আরও ৩৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন। হামলায় আহত হয়েছেন অসংখ্য ফিলিস্তিনি। গত কয়েকদিন ধরে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের অস্থায়ী শরণার্থী শিবিরে হামলা চালাচ্ছে ইসরায়েল। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় সোমবার, মধ্য গাজা উপত্যকার আল-বারাকাতে বাস্তুচ্যুত মানুষের তাঁবুতে বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে অন্তত দুই ফিলিস্তিনি নিহত হয়েছে।
হামলার পর, ধ্বংসস্তূপের নিচে অনেক দেহ চাপা পড়ে আছে বলে ধারণা করা হচ্ছে। স্থানীয় লোকজন এবং উদ্ধারকর্মীরা হতাহতদের উদ্ধারে ধ্বংসস্তূপ সরানোর কাজ শুরু করেছেন।
১১ মাসেরও বেশি সময় ধরে চালানো ইসরাইলি হামলায় ইতোমধ্যে ৪১ হাজার ২২৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৯৫ হাজার ৪১৩ ফিলিস্তিনি। হামলার পর বিভিন্ন ভবনের ধ্বংসস্তূপে চাপা পড়া অনেকেই নিখোঁজ হয়েছেন। তারা মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেন মিশরে তিন দিনের সফরে ‘গাজায় যুদ্ধবিরতিতে পৌঁছানোর চলমান প্রচেষ্টা নিয়ে আলোচনা’ করবেন বলে জানা গেছে। কারণ মিশর-গাজা সীমান্তে ফিলাডেলফি করিডোরের ইসরাইলি নিয়ন্ত্রণ আলোচনার একটি স্টিকিং পয়েন্ট হিসাবে রয়ে গেছে।