ডেস্ক: চ্যানেল আইতে ঈদুল ফিতরে নতুন ৭টি চলচ্চিত্র ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হবে। এ ধারাবাহিকতায় ঈদের দিন দুপুর ১টা ১৫ মিনিটে প্রচার হবে নির্মলেন্দু গুণের কবিতা অবলম্বনে ‘নেকাব্বরের মহাপ্রয়াণ’। পরিচালনায় মাসুদ পথিক। অভিনয় করেছেন মামুনুর রশীদ, শিমলা, জুয়েল জহুর প্রমুখ। ঈদের ২য় দিন সকাল ১০টা ১৫ মিনিটে দেখানো হবে বাংলা সিনেমা ‘সাইকো’। পরিচালনায় অনন্য মামুন। অভিনয়ে রোশান, পূজা চেরী, শহীদুজ্জামান সেলিম প্রমুখ। ঈদের ৩য় দিন সকাল ১০টা ১৫ মিনিটে রয়েছে ‘পাতাল ঘর’। পরিচালনায় নূর ইমরান মিঠু। অভিনয়ে নুসরাত ফারিয়া, মামুনুর রশীদ, আফসানা মিমি প্রমুখ।
ঈদের ৪র্থ দিন সকাল ১০টা ১৫ মিনিটে প্রচার হবে সিনেমা ‘দেশান্তর’। পরিচালনায় আশুতোষ সুজন। অভিনয়ে ইয়াশ রোহান, আহমেদ রুবেল, মামুনুর রশীদ প্রমুখ। ঈদের ৫ম দিন সকাল ১০টা ১৫ মিনিটে প্রচার হবে ‘শত্রু’। পরিচালনায় সুমন ধর। অভিনয়ে বাপ্পী চৌধুরী, জাহারা মিতু প্রমুখ। ঈদের ৬ষ্ঠ দিন সকাল ১০টা ১৫ মিনিটে প্রচার হবে চলচ্চিত্র ‘অসম্ভব’। পরিচালনায় অরুণা বিশ্বাস। অভিনয়ে সোহানা সাবা, শাহেদ শরীফ খান, স্বাগতা, শতাব্দী ওয়াদুদ, আবুল হায়াত, গাজী আব্দুর নূর প্রমুখ। ঈদের ৭ম দিন সকাল ১০টা ১৫ মিনিটে দেখানো হবে বাংলা সিনেমা ‘অপরাজেয়’। পরিচালনায় সৈয়দ সালাহউদ্দিন জাকী। অভিনয়ে দীপা খন্দকার, আফজাল হোসেন, তাহমিনা অথৈ, ঝিলিক জান্নাত, হাসনাত রিপন প্রমুখ।