ডেস্ক: নয়া দামান’ খ্যাত কন্ঠশিল্পী তসিবা বেগম। নতুন নতুন গান নিয়ে ব্যস্ত সময় পার করছেন এখন। এবার ঈদে ১৫ টি গান প্রকাশ হবে তার। তবে এরমধ্যে একটি বিশেষ গান নিয়ে হাজির হতে যাচ্ছেন এ শিল্পী। গানের শিরোনাম ‘জানু স্বামী’। ইলিয়াস হোসেনের কথায় গানটির সুর ও সংগীত করেছেন এফ এ প্রীতম। সম্প্রতি বেশ বড় আয়োজনে গানটির মিউজিক ভিডিও নির্মিত হয়েছে। এখানে নয়া রূপে দেখা মিলবে তসিবারও। রোহান-বেলালের কোরিওগ্রাফিতে গানটিতে মডেল হয়েছেন আলিফ ও জয়া। গানটি নির্মাণ করেন সামছুল হুদা।
তসিবা এ গান প্রসঙ্গে বলেন, একেবারে ব্যতিক্রমী আয়োজনের একটি গান। তার সঙ্গে মিল রেখে এর ভিডিওর শুটিং করা হয়েছে। সেখানে আমিও নতুন রূপে হাজির হচ্ছি। ফেসবুকে ছবি পোস্ট করার সঙ্গে সঙ্গেই দেখলাম সবার মধ্যে একটা কৌতুহল তৈরি হয়েছে গানটি নিয়ে। আমার বিশ্বাস গানটি ঈদের আনন্দ আরও বাড়িয়ে দেবে। এ গানটি শিল্পীর নিজের ‘তসিবা বেগম’ ইউটিউব চ্যানেলে প্রকাশ হবে।