ঢাকা১৫ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  1. ! Без рубрики
  2. Echt Geld Casino
  3. test2
  4. অপরাধ
  5. অর্থনীতি
  6. আন্তর্জাতিক
  7. আরো
  8. এক্সক্লুসিভ
  9. খেলাধুলা
  10. জাতীয়
  11. তথ্য প্রযুক্তি
  12. দেশজুড়ে
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বাণিজ্য
  15. বিনোদন

উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগের আহ্বান ৩১ বিশিষ্টজনের

admin
জানুয়ারি ৫, ২০২৪ ৮:১৫ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক

 

উৎসবমুখর পরিবেশে আগামী ৭ জানুয়ারি ভোটাধিকার প্রয়োগের জন্য দেশবাসীর কাছে আহবান জানিয়েছেন ৩১ জন বিশিষ্টজনের। তারা বলেন, জনমতের সরকার প্রতিষ্ঠা ছাড়া গণতন্ত্রে আর কোনো বিকল্প নেই।

 

মুক্তিযোদ্ধা, চলচ্চিত্র পরিচালক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দীন ইউসুফ স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, শান্তিপূর্ণ পরিবেশে, নিরপেক্ষভাবে ভোটের আয়োজন করা এবং ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে জনমতের সরকার প্রতিষ্ঠা ছাড়া গণতন্ত্রে আর কোনো বিকল্প নেই। সকল ষড়যন্ত্র,  অপপ্রচার, ভয়ভীতি উপেক্ষা করে গণতান্ত্রিক প্রক্রিয়া এবং সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষায় দেশবাসীকে আগামী ৭ জানুয়ারি  ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানানো হয় বিবৃতিতে। বলা হয়, ‘ভোটাধিকার প্রয়োগ সাংবিধানিক দায়িত্ব এবং নাগরিক অধিকার। এজন্য সবাইকে ৭ জানুয়ারি নিজ নিজ ভোট কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিতে হবে।’

 

বিবৃবিতে স্বাক্ষর করেছেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম, নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, ফেরদৌসী মজুমদার, ড. অনুপম সেন, অধ্যাপক ড. আবুল বারকাত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি মনজুরুল আহসান বুলবুল, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ম হামিদ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য মুহাম্মদ সামাদ, সম্প্রীতি বাংলাদেশের আহবায়ক পীযূষ বন্দ্যোপাধ্যায়, ড. জামাল উদ্দিন, কেরামত মাওলা, বাংলা একাডেমির সভাপতি কথাসাহিত্যিক সেলিনা হোসেন, নাট্যব্যক্তিত্ব ও সমাজকর্মী সারা যাকের, মঞ্চকুসুম শিমুল ইউসুফ,  শিল্পী নিসার হোসেন, গবেষক ও লেখক মিলন কান্তি দে, সুরকার ও সঙ্গীত পরিচালক সুজেয় শ্যাম, আশরাফুল আলম, নৃত্যশিল্পী ও অভিনয়শিল্পী লায়লা হাসান, নৃত্যশিল্পী মিনু হক, খ্যাতিমান অভিনেতা রাইসুল ইসলাম আসাদ, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত, আবদুস সেলিম, আহকাম উল্লাহ, অধ্যাপক নূর মোহাম্মদ তালুকদার, অধ্যাপক নিজাম উদ্দিন ভূঁইয়া, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি ড. নিম চন্দ্র ভৌমিক এবং শহীদ বুদ্ধিজীবী কন্যা ডা. নুজহাত চৌধুরী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।