দৈ. কি.ডেস্ক : এক সেঞ্চুরিতে দুটি রেকর্ডে তামিমকে ছাড়িয়ে যাওয়া মুশফিক আরেকটি কীর্তিতে তামিমের পাশে নিজের নামটি বসিয়েছেন।
দীর্ঘদিন খেলার মধ্যে ছিলেন না। এ কারণেই হয়তো জাতীয় দলের হয়ে খেলতে নামার আগে পাকিস্তানে ‘এ’ দলের হয়ে লঙ্গার ভার্সনের একটি ম্যাচ খেলেন মুশফিকুর রহিম। সেই ম্যাচে ব্যাটিংটা মনপুত হয়নি অভিজ্ঞ এই ব্যাটসম্যানের, এরপরও অবশ্য আফসোস থাকার কথা নয় তার। কদিন পর শুরু হওয়া সিরিজের প্রথম টেস্টে ঠিকই ছন্দ খুঁজে নিয়েছেন তিনি, ছুঁয়ে ফেলেন তিন অঙ্কের ম্যাজিক ফিগার।
রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে চলমান প্রথম টেস্টের প্রথম ইনিংসে ব্যাট হাতে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছেন মুশফিক। দারুণ ব্যাটিংয়ে তৃতীয় দিনের মধ্যাহ্ন বিরতির আগে সেঞ্চুরি তুলে নেন ৩৭ বছর বয়সী এই ক্রিকেটার। এই সেঞ্চুরিতে দুটি রেকর্ডে তামিম ইকবালকে ছাড়িয়ে গেছেন মুশফিক, দেশের পক্ষে বিদেশের মাটিতে নাম তুলেছেন এক কীর্তিতে। যেখানে তার নামটা সবার উপরে।
ক্যারিয়ারের ৮৯তম টেস্ট খেলতে নামা মুশফিকের এটা ১১তম সেঞ্চুরি। এতোদিন ১০টি সেঞ্চুরিতে তামিমের সঙ্গে যৌথভাবে দ্বিতীয় অবস্থানে ছিলেন তিনি। দায়িত্বশীল ব্যাটিংয়ে আরেকটি সেঞ্চুরি করে নিজেকে পরের ধাপে নিয়ে গেলেন দেশের পক্ষে টেস্টে সর্বোচ্চ রানের মালিক ডানহাতি এই ব্যাটসম্যান। মুশফিকের সামনে কেবল ১২টি সেঞ্চুরি করা মুমিনুল হক।
এই সেঞ্চুরিতে আরেকটি রেকর্ডে তামিমকে ছাড়িয়ে গেছেন মুশফিক। টেস্টে ১১ সেঞ্চুরির মধ্যে বিদেশের মাটিতে এটা তার পঞ্চম সেঞ্চুরি, যা বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে প্রথম। এতোদিন বিদেশের মাটিতে তামিম ও মুশফিকে দুজনেরই ৪টি করে সেঞ্চুরি ছিল। তিন ফরম্যাট মিলিয়ে ২০তম সেঞ্চুরির দেখা পেলেন মুশফিক, যা বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ। সবার উপরে থাকা তামিম ২৫টি সেঞ্চুরির মালিক।
এক সেঞ্চুরিতে দুটি রেকর্ডে তামিমকে ছাড়িয়ে যাওয়া মুশফিক আরেকটি কীর্তিতে তামিমের পাশে নিজের নামটি বসিয়েছেন। বাংলাদেশের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১৫ হাজার রান পূর্ণ করেছেন তিনি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত তার মোট রান ছির ১৫ হাজার ৮৪। ১৫ হাজার ১৯২ রান নিয়ে সবার উপরে তামিম।
মুশফিকের ব্যাট হাতে শাসন করার ইনিংসে বাংলাদেশের আরও কয়েকজন ব্যাটসম্যান রানের দেখা পেয়েছেন। ৬ উইকেটে ৪৪৮ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করে পাকিস্তান। জবাবে ১২৬ ওভারে ৬ উইকেটে ৪২০ রান তুলেছে বাংলাদেশ। মুশফিক ১২১ ও মেহেদী হাসান মিরাজ ২১ রানে ব্যাটিং করছেন। আর আগে সাদমান ৯৩, মুমিনুল ৫০ ও লিটন ৫৬ রান করেন।