দৈ. কি.ডেস্ক : ‘প্রটোকল বাহিনী’র (বিতর্কিত নেতাকর্মীদের) সদস্যদের তিরস্কার করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ভবিষ্যতে তারা যেন নেতাদের নাম ভাঙ্গি কোনো ধরনের অপকর্ম না করে, সেজন্য কঠোরভাবে সতর্ক করেন তিনি।
এই বৈঠক শেষে নিজ দপ্তরে অভিযুক্ত ওইসব ‘প্রটোকল বাহিনী’র সদস্য নাহিদ কামাল পলাশ, পরশ খান শাকিব, ওয়ালিউর রহমান বুলেট, নাজমুল মুন্সিসহ কয়েকজনের দিকে আঙ্গুল তুলে তিনি বলেন, দেখো তোমাদের নামে পত্রিকায় কি লিখেছে! প্রটোকল বাহিনী’র সদস্যদের তিরস্কারও করেন তিনি। তবে তথাকথিত প্রটোকল বাহিনীর প্রধান মাহমুদুল আসাদ রাসেল এসময় উপস্থিত ছিলেন না।
ওবায়দুল কাদের বলেন, এদের কারণে হাটা চলা করতে পারি না। গাড়িতে উঠতে-বসতে এবং গাড়ি থেকে নামতে এরা সবসময় ঘিরে ধরে ছবি তুলে বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে দিয়ে অপকর্ম করে। এইসব অপকর্মের জন্য কাউকে ছাড় দেওয়া হবে না।
এসময় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, কখন থেকে এই বাহিনীর দৌরাত্ম্য বেড়েছে সেটা আমাদের জানতে হবে। এদের কারণে দলের ক্ষতি হচ্ছে।
সম্প্রতি আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সংগ্রহের কাজে যান যুগান্তরের স্টাফ রিপোর্টার রফিকুল ইসলাম। এসময় তার উপর অতর্কিত হামলা করে দলটির এক শীর্ষ নেতার প্রটোকল বাহিনী’র লিডার হিসেবে পরিচিত মাহমুদুল আসাদ রাসেল।