দৈ. কি.ডেস্ক : কিশোরগঞ্জের কটিয়াদীতে বর্ণাঢ্য আয়োজনে গুণীজন সম্মাননা, সাহিত্য ও বই উৎসব অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ ডিসেম্বর) উপজেলার মণ্ডলভোগ গ্রামে কবি মো. ওয়াহিদুজ্জামান লাইব্রেরি ও শিক্ষা ভুবনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। দিনব্যাপী উৎসবে চারজন বিশিষ্ট ব্যক্তিকে গুণীজন সংবর্ধনা, স্বরচিত লেখা পাঠ, শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার হিসেবে বই বিতরণ ছাড়াও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব বেঙ্গল এন্ড হিমালায়ান বেসিন (আইআইবিএইচবি) এর প্রতিষ্ঠাতা পানি ও পরিবেশ গবেষক ড. রাস বিহারী ঘোষ। সিনিয়র আইনজীবী এডভোকেট মো. সেলিম উদ্দিনের সভাপতিত্বে উৎসবে বিশেষ অতিথি ছিলেন এডভোকেট কবি শৈলেশ্বর দাস, কবি ইলোরা সোমা, অধ্যক্ষ শাহ মো. আনোয়ার হোসেন, কবি আব্দুল গনি মিয়া, কবি নূর মোহাম্মদ চৌধুরী ও কবি মতিউর রহমান।
কবি মো. ওয়াহিদুজ্জামান লাইব্রেরি ও শিক্ষা ভুবনের প্রতিষ্ঠাতা গণমানুষের কবি অধ্যাপক মো. ওয়াহিদুজ্জামানের ব্যবস্থাপনায় আমেরিকার ভার্জিনিয়া থেকে জাগো নারী ফাউন্ডেশনের সভাপতি কবি নূর উন নাহার মেরী, মিশিগান থেকে কবি শাহ মো. সফিনূর, কোলকাতা থেকে ড. কবি দ্যূতি দত্ত গুপ্ত ও অস্ট্রেলিয়া থেকে ড. কবি যাকিয়া সুমি সেতু ভার্চুয়ালি সংযুক্ত হয়ে বক্তব্য রাখেন। উৎসবের গুণীজন সংবর্ধনা পর্বে প্রফেসর ড. রাস বিহারী ঘোষ, কবি নূর উন নাহার মেরী, এডভোকেট কবি শৈলেশ্বর দাস ও কবি বে-নজির জামান পঙতিকে সংবর্ধনা দেয়া হয়।