ঢাকা২২ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. ! Без рубрики
  2. Echt Geld Casino
  3. test2
  4. অপরাধ
  5. অর্থনীতি
  6. আন্তর্জাতিক
  7. আরো
  8. এক্সক্লুসিভ
  9. খেলাধুলা
  10. জাতীয়
  11. তথ্য প্রযুক্তি
  12. দেশজুড়ে
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বাণিজ্য
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

কটিয়াদীতে যুবলীগ নেতার বিরুদ্ধে কৃষককে গাছের সাথে বেঁধে মারপিট, কুপিয়ে ঘরবাড়ি ক্ষতি

admin
ডিসেম্বর ৩১, ২০২৪ ১১:৫৮ পূর্বাহ্ণ
Link Copied!

দৈ. কি.ডেস্ক : কিশোরগঞ্জের কটিয়াদীতে যুবলীগ নেতা সাবেক পৌর কাউন্সিলর রুহুল আমিন শাকিলের বিরুদ্ধে শুখন মিয়া (৪৫) নামে এক কৃষককে গাছের সাথে বেঁধে পিটিয়ে আহত ও কুপিয়ে ঘরের ক্ষতি করার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে রোববার সকালে পৌর এলাকার বোয়ালিয়া গ্রামে। এ বিষয়ে শুখন মিয়া বাদী হয়ে যুবলীগ নেতা রুহুল আমিন শাকিলসহ ৪ জনকে আসামী করে কটিয়াদী মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সুত্রে জানা যায়, যুবলীগ নেতা রুহুল আমিন শাকিলের সাথে প্রতিবেশি শুখন মিয়ার পারিবারিক বিরোধ চলে আসছিল। এর সুত্রধরে রোববার সকালে শাকিল তার লোকজন নিয়ে শুখন মিয়ার বসত ঘরের টিনের বেড়া কেটে ঘরে প্রবেশ করে ভাংচুর, নগদ টাকা ও মালামাল লুটকরে নিয়ে যায়। এ সময় শুখন মিয়াকে ধরে নিয়ে বাড়ির পাশে একটি গাছে বেঁধে এলোপাথারি মারপিট করে। শুখনকে তাদের মারপিট থেকে বাঁচাতে তার স্ত্রী নাজমা এগিয়ে আসলে তাকেও মারপিট করে। যুবলীগ নেতা রুহুল আমিন শাকিল শুখনকে মারপিটের কথা অস্বীকার করে বলেন, শুখনের বাবা শমসু মিয়া আমার চাচার নিকট ২০ শতাংশ জমি বিক্রি করেছিল। ৫ আগষ্টের পর শুখন এ জমিটি তার বলে দখলের পায়তারা চালায়। তাকে গাছের সাথে বেঁধে মারপিট করা ও ভাংচুর লুটপাটের কোন ঘটনা ঘটেনি। বরং আমরা তার দ্বারা হয়রানির শিকার হচ্ছি। কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ তরিকুল ইসলাম জানান, যুবলীগ নেতা শাকিলের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ পেয়েছি। এ বিষয়ে তদন্ত চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।