দৈ. কি.ডেস্ক : কিশোরগঞ্জের কটিয়াদীতে যুবলীগ নেতা সাবেক পৌর কাউন্সিলর রুহুল আমিন শাকিলের বিরুদ্ধে শুখন মিয়া (৪৫) নামে এক কৃষককে গাছের সাথে বেঁধে পিটিয়ে আহত ও কুপিয়ে ঘরের ক্ষতি করার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে রোববার সকালে পৌর এলাকার বোয়ালিয়া গ্রামে। এ বিষয়ে শুখন মিয়া বাদী হয়ে যুবলীগ নেতা রুহুল আমিন শাকিলসহ ৪ জনকে আসামী করে কটিয়াদী মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সুত্রে জানা যায়, যুবলীগ নেতা রুহুল আমিন শাকিলের সাথে প্রতিবেশি শুখন মিয়ার পারিবারিক বিরোধ চলে আসছিল। এর সুত্রধরে রোববার সকালে শাকিল তার লোকজন নিয়ে শুখন মিয়ার বসত ঘরের টিনের বেড়া কেটে ঘরে প্রবেশ করে ভাংচুর, নগদ টাকা ও মালামাল লুটকরে নিয়ে যায়। এ সময় শুখন মিয়াকে ধরে নিয়ে বাড়ির পাশে একটি গাছে বেঁধে এলোপাথারি মারপিট করে। শুখনকে তাদের মারপিট থেকে বাঁচাতে তার স্ত্রী নাজমা এগিয়ে আসলে তাকেও মারপিট করে। যুবলীগ নেতা রুহুল আমিন শাকিল শুখনকে মারপিটের কথা অস্বীকার করে বলেন, শুখনের বাবা শমসু মিয়া আমার চাচার নিকট ২০ শতাংশ জমি বিক্রি করেছিল। ৫ আগষ্টের পর শুখন এ জমিটি তার বলে দখলের পায়তারা চালায়। তাকে গাছের সাথে বেঁধে মারপিট করা ও ভাংচুর লুটপাটের কোন ঘটনা ঘটেনি। বরং আমরা তার দ্বারা হয়রানির শিকার হচ্ছি। কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ তরিকুল ইসলাম জানান, যুবলীগ নেতা শাকিলের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ পেয়েছি। এ বিষয়ে তদন্ত চলছে।