দৈ. কি.ডেস্ক : কিশোরগঞ্জের কটিয়াদীতে এক ইউপি চেয়ারম্যান ও মেম্বারের দীর্ঘদিনের বিরোধ মীমাংসায় ডাকা সালিস বৈঠকে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বর্তমান ও সাবেক এমপির সামনে দুই পক্ষের লোকজন চেয়ার ছোড়াছুড়ি ও মারামারি করেছে। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার করগাঁও উচ্চ বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে। এ সময় বেশ কয়েকজন আহত হন।
জানা গেছে, করগাঁও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নাদিম মোল্লা ও ৯ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) মাহবুবুর রহমান ফানুর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। বিষয়টি মীমাংসার বৃহস্পতিবার স্থানীয় করগাঁও উচ্চ বিদ্যালয়ের মাঠে সালিস বৈঠক বসে। এ সময় কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সোহরাব উদ্দিন ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এ আফজলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। দুই পক্ষকে নিয়ে সালিস চলাকালে হঠাৎ কথা কাটাকাটি হয়। একপর্যায়ে চেয়ার ছোড়াছুড়ি ও মারামারির ঘটনা ঘটে। এতে সালিস বৈঠক পণ্ড হয়ে যায়।
করগাঁও ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য মাহবুবুর রহমান ফানু বলেন, আমরা এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে সালিসে বসলে সবাই ইউপি চেয়ারম্যান নাদিম মোল্লাকে দোষী সাব্যস্ত করেন। এতে তার ভাতিজা সুমন মোল্লা, ফাহাদ মোল্লা ও আঙ্গুরসহ তার পক্ষের আরও লোকজন আমাদের লোকজনের ওপর দেশীয় অস্ত্র ও চেয়ার দিয়ে হামলা চালান। এ ঘটনায় আমাদের বেশ কয়েকজন আহত হয়েছেন।
তবে ইউপি চেয়ারম্যান নাদিম মোল্লা বলেন, সবকিছুই পরিকল্পিত মনে হচ্ছে। সালিস চলাকালে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সারোয়ার হোসেন আক্রমণাত্মক কথা বলেন। আর তাতেই এ অবস্থার সৃষ্টি হয়। এ ঘটনায় কেউ আহত হয়েছেন বলে আমার জানা নেই।