দৈ. কি.ডেস্ক : কিশোরগঞ্জ ০৫ জানুয়ারী করিমগঞ্জর জয়কা ইউনিয়ন বিএনপির নতাকর্মী ও সাধারণ মানুষদর বিরুদ্ধ হয়রানি ও সকল মিথ্যা মামলা প্রত্যাহারর দাবীত মানববন্ধন কর্মসচি অনুষ্ঠিত হয়ছ। রবিবার দুপুর নানশ্রী ফিসারী রাড এ মানববন্ধন কর্মসচি পালন করছ এলাকাবাসী।
মানববন্ধন উপস্তি ছিলন, করিমগঞ্জ উপজলা বিএনপির যুগ্ম আহায়ক কবির হাসন, রকি ভইয়া, জয়কা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মা. রবিউল আওয়াল রবি, প্রচার সম্পাদক ইমদাদুল হক মিলন, শ্রমিক দলর সভাপতি মাহফুজুর রহমান ফকির, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি মা: ফজলুর রহমান, শ্রমিক দলর সভাপতি সুমন মিয়া, করিমগঞ্জ উপজলা ছাত্রদলর যুগ্ম আহবায়ক মসবাহ উদ্দিন সুমন।
মানববন্ধন এলাকাবাসী জানায়, আওয়ামী ফ্যাসিবাদর দাসর শওকত কবীর খাকনর নতত্ব এলাকার লাকজনক আসামীর নাম তালিকা থক বাদ দওয়ার কথা বল বিভিনভাব হয়রানি করছ এবং মাটা অংকর টাকা দাবী করছ । সুষ্ঠু তদদর মাধ্যম আমরা এর বিচার চাই ।