ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ করোনা আক্রান্ত হয়েছেন।সোমবার (২৬ ফেব্রুয়ারি) রাত ১১টা ৫০ মিনিটে এ তথ্য তিনি নিজেই নিশ্চিত করেছেন। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেইজেও তিনি করোনা আক্রান্ত হওয়ার কথা জানিয়েছেন। ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন, হঠাৎ করে করোনা আক্রান্ত হোলাম। সুস্থতার জন্য দোয়া চাই।
এদিকে ডিবি সূত্রে জানা গেছে, করোনা পজিটিভ আসার পরে বর্তমানে বাসায় বসে চিকিৎসা নিচ্ছেন হারুন। করোনা আক্রান্ত হওয়াতে মঙ্গলবার পুলিশ সপ্তাহ-২০২৪ এ তিনি অংশগ্রহণ করতে পারবেন না।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।