ভালোবাসা দিবসে এমন প্রেমের গল্পই দর্শকরা মূলত প্রত্যাশা করে, যেখানে একে অপরকে পাওয়ার জন্য কতো কিছু পাড়ি দেয়। তেমনই এক দারুণ গল্প নিয়ে এই ভ্যালেন্টাইন ডে’তে কলেজ শিক্ষার্থী হয়ে হাজির হচ্ছেন ফারহান আহমেদ জোভান ও কেয়া পায়েল জুটি।
দু’জনকে দেখা যাবে দুষ্টের শিরোমণি কলেজ ছাত্র ফারাবী আর একই কলেজে বদলি হয়ে আসা লক্ষ্মী মেয়ে মেঘের প্রেমে পড়ার গল্প। এমন দুটি চরিত্র নিয়ে বিশেষ নাটকটির চিত্রনাট্য লিখে নিজেই নির্মাণ করেছেন ইমরাউল রাফাত। এর নাম রেখেছেন ‘প্রথম প্রেমের মতো’।নির্মাতার মতে, এটি দর্শকদের প্রথম প্রেমে পড়ার স্মৃতিতে নিয়ে যাবে। আর এখন যারা প্রথম প্রেমে হাবুডুবু খাচ্ছেন, তাদের জন্য হয়ে উঠবে রোমাঞ্চকর এক গল্প।
প্রযোজক এস কে সাহেদ আলী পাপ্পু জানান, বিশ্ব ভালোবাসা দিবস (১৪ ফেব্রুয়ারি) উপলক্ষে ‘প্রথম প্রেমের মতো’ উন্মুক্ত হচ্ছে সিএমভি’র ইউটিউব চ্যানেলে।