দৈ. কি.ডেস্ক : কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৃর্ব শত্রুতার জেরে স্প্রে- মেরে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে।
জানাগেছে, গত সোমবার রাতে ৬/১/২৫ ইং পাকুন্দিয়া উপজেলার চন্ডীপাশা ইউনিয়নের ঘাগরা এলাকার মৃত মোহাম্মদ আলী সিদ্দিকীর স্ত্রী ফরিদা পারভীন, মেয়ে মাহিয়া আক্তার( প.প.চাকরি জীবি),ও মাহিয়ার ছেলে মোহাম্মদ এবং কাজের মহিলা টুনি নামের ৪জনের মাঝে ৩ এখন মৃত্যু শয্যায় স্প্রে- করার কারনে।
আহত অবস্থায় ৭/১/২৫ মাহিয়া আক্তারকে প্রথমে পাকুন্দিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসা হয়।
আহত ফরিদা পারভীনকে কিশোরগঞ্জ জেলা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। অন্যদিকে আহত টুনিকে তার আত্মীয়রা চিকিৎসা করাচ্ছেন বলে জানা গেছে।
আহতদের উদ্ধার করে আনা একজন বলেন, ফরিদা পারভীনের সাথে লাখ টাকা নিয়ে ঝামেলা চলছে জমশেদ (সমবায় সমিতি)র লোকের সাথে ও আকলিমার সাথে ৩ থেকে ৯ লাখ টাকার মতো ঝামেলা রয়েছে।
এসব নিয়ে দেন দরবার ও আইনি প্রক্রিয়া চলমান।
ফরিদা পারভীনসহ তার পরিবারকে মেরে ফেলবে বলে অনেকবার ফরিদা আমাদের বলেছেন। বিষয়টি নিয়ে পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ বলেন, অভিযোগ ফেলে ব্যাবস্থা গ্রহণ করা হবে।