দৈ. কি.ডেস্ক : কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই ইউনিয়নে ‘পাটধা নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়’ মাঠ প্রাঙ্গণে
২২/১১/২৪ ইং রোজ শুক্রবার সকাল ১১:০০ ঘটিকায় দুর্বার প্রজন্মের “উষ্ণতার পরশ” সংগঠনের পক্ষ হতে শীতবস্ত্র (কম্বল) বিতরণ কর্মসূচি পালন করা হয়।
শীতের শুরুতেই বৌলাই ইউনিয়ন সহ আশেপাশের এলাকার অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য সংগঠনের সদস্য এবং শুভাকাঙ্ক্ষীদের উদ্যোগে ১১১টি কম্বল বিতরণ করা হয়। সুবিধাভোগীদের মধ্যে বিশেষভাবে অগ্রাধিকার দেওয়া হয়েছে প্রতিবন্ধী, বয়স্ক, ভিক্ষুক এবং এতিমদের।
উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন মো. মাহফুজুর রহমান সোহাগ, প্রতিষ্ঠাতা পরিচালক, দুর্বার প্রজন্ম, রাকিব আহমেদ মেরাজ,সংগঠন প্রধান, জহিরুল ইসলাম, আহ্বায়ক, উষ্ণতার পরশ, কর্মসূচি এবং দুর্যোগ ও ত্রাণ শাখার প্রধানসহ সংগঠনের অন্যান্য শাখার প্রধানগণ (স্বাস্থ্য ও চিকিৎসা, ক্রীড়া, শিক্ষা, মানবকল্যাণ, কর্মসংস্থান, মাদক ও দুর্নীতি, বন ও পরিবেশ, আইন ও মানবাধিকার)সংগঠনের শুভাকাঙ্ক্ষী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। মো. মাহফুজুর রহমান সোহাগ বলেন, “গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে বর্তমান প্রজন্মের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে দুর্বার প্রজন্ম সবসময় মানবিক কার্যক্রম চালিয়ে যাবে।”
রাকিব আহমেদ মেরাজ তার বক্তব্যে বলেন, “তরুণ ও যুবসমাজকে সঙ্গে নিয়ে নিজেদের পরিবর্তনের মাধ্যমে সমাজ পরিবর্তনের স্বপ্ন বাস্তবায়নে সবার সহযোগিতা প্রয়োজন।” জহিরুল ইসলাম ❝উষ্ণতার পরশ❞ কর্মসূচির কার্যক্রমের বিবরণ তুলে ধরে অনুদান প্রদানকারী সকল শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদ জানান। গত ৫ আগস্ট ২০২৪-এ প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে দুর্বার প্রজন্ম উল্লেখযোগ্য কয়েকটি সমাজকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করেছে,ফেনীর বন্যাদুর্গতদের তহবিল প্রদান,মানবতার দেয়াল কার্যক্রম, বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা এবং নিয়মিত রক্তদান, দুস্থদের বিনামূল্যে ঔষধ ও চিকিৎসা প্রদান, মাদকবিরোধী প্রচারণা, ছিন্নমূল পরিবারের মাঝে স্বনির্ভর প্রকল্প (ছাগল, হাঁস-মুরগি বিতরণ), এতিম শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ এবং তিনজন শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি প্রদান, ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মাহফুজুর রহমান জানান, দুর্বার প্রজন্ম শীঘ্রই ক্রীড়া, মানবকল্যাণ, বন ও পরিবেশ, লাইব্রেরি স্থাপনসহ সমাজকল্যাণমূলক বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করবে।