দৈ. কি.ডেস্ক : কিশোরগঞ্জের ভৈরবে বিশ্ব ব্যাংকের অর্থায়নে ৯৭ কোটি টাকা ব্যয়ে নির্মিত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের নৌবন্দর। সোমবার (১১ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভৈরব বাজার নৌবন্দর পরিদর্শন শেষে এসব কথা বলেন অন্তর্বর্তীকালীন সরকারের নৌ পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা বিগ্রেডিয়ার জেনারেল (অব.) এম শাখাওয়াত হোসেন।
এ সময় তিনি বলেন, বন্দর নগর ভৈরব কিশোরগঞ্জ জেলার একটি গুরুত্বপূর্ণ উপজেলা। ভৈরব বাজার বন্দর নগরে বেশ কয়েকদিন যাবত প্রকল্পটি নিয়ে পর্যালোচনা চলছিল।
এখানে আন্তর্জাতিকভাবে স্ট্যান্ডার্ড বন্দরের মান রক্ষায় বিশ্ব ব্যাংকের কতগুলো প্রজেক্টের মধ্যে ভৈরব বন্দরটি নির্মিত হবে। অল্প সময়ের মধ্যে প্রকল্পের কার্যক্রম শুরু হবে। প্রকল্পটির মধ্যে চারটি ঘাট নির্মিত হবে। যেখানে লঞ্চঘাট, স্পিডবোট ঘাট, মালামাল পরিবহন ঘাট ও কার্গোঘাট থাকবে। মূলত প্রোপার একটি আধুনিক বন্দর নির্মিত হবে। তবে এখানে প্রকল্প তৈরির সময় জনগণের সাময়িক অসুবিধা হতে পারে, আপনারা দেশের বৃহৎ স্বার্থে এটি মেনে নেবেন। আগামী বছরের ডিসেম্বেরে শেষ না করলে অর্থ ফেরত যাবে। তবে আশা করছি তা হবে না। সব তৈরি আছে, ঠিক সময়েই কাজ শেষ হবে।
এ সময় উপস্থিত ছিলেন, বিআইডব্লিউটির চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা, বিআইডব্লিউটির প্রকল্প পরিচালক আয়ুব আলী, ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা শবনম শারমীন, ভৈরব সার্কেল অফিসের এএসপি নাজমুস সাকিব, উপজেলা কমিশনার (ভূমি) রিদুওয়ান আহমেদ রাফি, থানার ওসি মোহাম্মদ হাসমত উল্লাহ প্রমূখ।