দৈ. কি.ডেস্ক : কিশোরগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাড. সোহরাব উদ্দিনকে গ্রেপ্তার করেছে র্যাব। বুধবার বিকেলে ঢাকার দিয়াবাড়ী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এক খুদে বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে র্যাব সদর দপ্তর।
র্যাব সদর দপ্তর জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্র-জনতার ওপর হামলার নির্দেশ, হামলা ও অর্থ জোগানের অভিযোগে আজ বিকেলে ঢাকার দিয়াবাড়ী থেকে কিশোরগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাড. সোহরাব উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে।
তাঁর বিরুদ্ধে কিশোরগঞ্জ ও পাকুন্দিয়া থানায় মোট চারটি মামলা রয়েছে। গ্রেপ্তারের পর তাঁকে ডিবিতে হস্তান্তর করা হচ্ছে বলেও জানানো হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।