দৈ. কি.ডেস্ক : কিশোরগঞ্জে আড়াই শতাধিক শিক্ষার্থী নিয়ে ‘ক্যারিয়ার মিট আপ’ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ জুন) দুপুরে তৌহিদ অ্যাসোসিয়েটসের আয়োজনে ও হক পাবলিকেশন্সের সহযোগিতায় পলিটেকনিক ইনস্টিটিউট অডিটোরিয়ামে এ মিটআপ অনুষ্ঠিত হয়।
পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ আব্দুল হান্নান খানের সভাপতিত্বে মিটআপে তৌহিদ অ্যাসোসিয়েটসের প্রতিষ্ঠাতা মো. তৌহিদুজ্জামান, বিডি জবস এর এজিএম (প্রোগ্রাম) মোহাম্মদ আলী ফিরোজ, প্রাণ-আরএফএল গ্রুপের ডেপুটি ম্যানেজার জুবায়ের হোসেন, ইঞ্জিনিয়ার্স কোচিং হোমের সহকারী পরিচালক আব্দুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের ক্যারিয়ার বিষয়ক বিভিন্ন দিকনির্দেশনা দেন। সরকারি-বেসরকারি চাকরি প্রস্তুতি, বর্তমান চাকরি বাজার সম্পর্কে বক্তারা শিক্ষার্থীদের মাঝে বাস্তব অভিজ্ঞতা তুলে ধরেন। পাশাপাশি দেশে-বিদেশে উচ্চ শিক্ষা গ্রহণের বিষয়ও তুলে ধরেন তারা এবং কর্মমুখী প্রশিক্ষণের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা রাখেন।