দৈ. কি.ডেস্ক : কিশোরগঞ্জে অভিযানে কোল্ড স্টোরেজে মিলল ২৮ লাখ ডিম। বাজার স্থিতিশীল রাখার স্বার্থে এসব ডিম দ্রুত খালাসের নির্দেশ দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রোববার (৫ মে) জেলার পাকুন্দিয়ায় এগারসিন্দু কোল্ড স্টোরেজে অভিযান চালিয়ে এ আদেশ দেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিক।
হৃদয় রঞ্জন বণিক জানান, ডিমের বাজার অস্থিতিশীল করতে ব্যবসায়ীরা উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের এগারোসিন্দুর কোল্ড স্টোরেজে ডিম মজুদ করে আসছিলেন। এমন খবরে এ হিমাগারে অভিযান পরিচালনা করে এর সত্যতা প্রমাণিত হয়। ডিম যাতে দ্রুতই বাজারজাত করা হয় এ নির্দেশনা দেওয়া হয়েছে।
কোল্ড স্টোরেজের ম্যানেজার আলতাফ হোসেন জানান, কিশোরগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকার প্রায় ২৮ লাখ পিস ডিম মজুদ রেখেছেন ব্যবসায়ীরা। আজকে ভোক্তা অধিকার অধিদপ্তর আমাদের নির্দেশ দিয়েছে দ্রুতই ডিম ব্যবসায়ীরা যাতে নিয়ে যায় সেই ব্যবস্থা করার জন্য। আমরাও দ্রুতই ব্যবসায়ীদের ডিম কোল্ড স্টোরেজ থেকে নিয়ে যাওয়ার কথা জানিয়েছি।