দৈ. কি. ডেস্ক: কিশোরগঞ্জের অষ্টগ্রামে বাড়ির পাশেই খেলতে গিয়ে খালের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২০ এপ্রিল) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা হচ্ছেন- কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার খয়েরপুর-আব্দুল্লাপুর ইউনিয়নের কদমচাল গ্রামের সাদেক মিয়ার ছেলে বায়েজিদ মিয়া (৮) ও মোহন মিয়ার ছেলে জাহিদ মিয়া (৭)। সম্পর্কে তারা চাচতো ভাই।
খয়েরপুর-আব্দুল্লাপুর ইউনিয়নের ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের সদস্য আছমা বেগম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, শনিবার দুপুর ২টার দিকে দুই চাচাতো ভাই বায়েজিদ ও জাহিদ মিলে বাড়ির সামনে খেলতে যায়। হঠাৎ সবার অগোচরে খালের পানিতে ডুবে যায় শিশু দু’টি। পরে তাদের না দেখতে পেয়ে স্বজনরা খোঁজ করতে থাকেন। কিছু সময় পর খালে গিয়ে দেখেন পানিতে ভেসে রয়েছে দুই চাচাতো ভাইয়ের লাশ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।