দৈ. কি.ডেস্ক : কিশোরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর গুলি চালানো সদরের দানাপাটুলির সাবেক ইউপি চেয়ারম্যান মো. মাজহারুল ইসলাম মাসুদকে গ্রেপ্তার করেছে র্যাব। রোববার রাতে রাজধানীর ফকিরাপুল থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গণমাধ্যমে পাঠানো এক খুদে বার্তায় র্যাব এ তথ্য জানায়।
র্যাব জানায়, গত ৪ আগস্ট কিশোরগঞ্জ সদরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্র-জনতার ওপর অস্ত্র হাতে গুলিবর্ষণকারী কিশোরগঞ্জ সদরের দানাপাটুলি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মাজহারুল ইসলাম মাসুদকে রাজধানীর ফকিরাপুল থেকে গ্রেপ্তার করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।