দৈ. কি.ডেস্ক : কিশোরগঞ্জে রেলওয়ে স্টেশন থেকে ট্রেনের টিকিট ও একটি মোবাইলসহ এক কালোবাজারিকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১২ নভেম্বর) বিকেলে কিশোরগঞ্জ রেলস্টেশন থেকে অভিযান চালিয়ে তাকে আটক করে রেলওয়ে-পুলিশ। তার বিরুদ্ধে কিশোরগঞ্জ রেলওয়ে থানায় নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে।আটককৃত কাউসার মিয়া (২৫) ট্রেনের চিহ্নিত টিকিট কালোবাজারি চক্রের সদস্য।
আটকের সময় তার কাছ থেকে এগারোসিন্ধুর গোধূলি ট্রেনের ৭টি আসনের তিনটি টিকিট ও একটি মোবাইল জব্দ করা হয়।
কিশোরগঞ্জ রেলওয়ে থানার (ওসি) মো. লিটন মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, চিহ্নিত টিকিট কালোবাজারি চক্রের এক সদস্যকে কিশোরগঞ্জ রেলওয়ে প্লাটফর্ম থেকে আটক করি। এসময় তার কাছ থেকে আমরা এগারোসিন্ধুর গোধূলি ট্রেনের ৭ টি আসনের তিনটি টিকিট ও একটি মোবাইল জব্দ করি।
আটককৃত ব্যক্তির বিরুদ্ধে রেলওয়ে থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। টিকিট কালোবাজারি অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।