দৈ. কি.ডেস্ক : কিশোরগঞ্জে ট্রেনের ৭০টি আসনের ১৯টি টিকিটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে রেলওয়ে থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো-সদর উপজেলার পূর্ব তারাপাশার মৃত হাসু বেপারীর ছেলে আব্দুর রাজ্জাক ওরফে শাবু মিয়া (৬০) ও জেলার তাড়াইলের বরুহা গ্রামের মৃত গোপাল চন্দ্র বর্মণের ছেলে তপু চন্দ্র বর্মণ (৩০)।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রেলওয়ে পুলিশের একটি দল রেলওয়ে স্টেশনের বটতলা এলাকা থেকে বৃহস্পতিবার রাতে ট্রেনের ১৫টি আসনের ৪টি টিকিটসহ প্রথমে আব্দুর রাজ্জাক ওরফে শাবু মিয়াকে গ্রেপ্তার করে। পরে তার তথ্যের ভিত্তিতে পার্শ্ববর্তী ওয়ালীনেওয়াজ খান কলেজ সড়কের পূর্ণতা ডিজিটাল স্টুডিও এন্ড ফটোকপি দোকানে অভিযান চালানো হয়। সেখান থেকে ৫৫টি আসনের ১৫টি টিকিট, একটি স্ক্যানার প্রিন্টার ও একটি কম্পিউটারসহ তপু চন্দ্র বর্মণকে গ্রেপ্তার করা হয়।
কিশোরগঞ্জ রেলওয়ে থানার ওসি গণমাধ্যমে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিক চিকিৎসাবাদে গ্রেপ্তার আসামিরা স্বীকার করেছে যে, তারা পরিচিতদের এনআইডি ব্যবহার করে অনলাইন থেকে একাধিক টিকিট সংগ্রহ করেন।
পরে ফেসবুকের বিভিন্ন পেজে বিজ্ঞাপন দিয়ে প্রকৃত মূল্যের দ্বিগুণ দামে যাত্রীদের কাছে বিক্রি করেন। তারা ১৬০ টাকা মূল্যের টিকিট ৩০০ থেকে ৩৫০ টাকা পর্যন্ত বিক্রি করে থাকেন। তিনি আরও জানান, এ ব্যাপারে শুক্রবার দুপুরে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে কিশোরগঞ্জ রেলওয়ে থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।