ঢাকা১৪ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  1. ! Без рубрики
  2. Echt Geld Casino
  3. test2
  4. অপরাধ
  5. অর্থনীতি
  6. আন্তর্জাতিক
  7. আরো
  8. এক্সক্লুসিভ
  9. খেলাধুলা
  10. জাতীয়
  11. তথ্য প্রযুক্তি
  12. দেশজুড়ে
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বাণিজ্য
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

কিশোরগঞ্জে নাশকতার মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার

admin
অক্টোবর ৫, ২০২৪ ১১:৪৮ পূর্বাহ্ণ
Link Copied!

দৈ. কি.ডেস্ক :   কিশোরগঞ্জ জেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মীর আমিনুল ইসলাম সোহেলকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) রাতে কিশোরগঞ্জ জেলা শহরের গৌরাঙ্গবাজার এলাকার বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।পরে শুক্রবার (৪ অক্টোবর) সকালে তাকে কিশোরগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়।

কিশোরগঞ্জ মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শ্যামল মিয়া গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে শুক্রবার (৪ অক্টোবর) দুপুরে গ্রেপ্তারকৃত আসামি অ্যাডভোকেট মীর আমিনুল ইসলাম সোহেলকে কিশোরগঞ্জ-১ নম্বর আদালতে হাজির করলে বিচারক জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

কিশোরগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে দায়ের করা মামলার আসামি হিসেবে অ্যাডভোকেট মীর আমিনুল ইসলাম সোহেলকে গ্রেপ্তার করা হয়েছে।

মামলার বিবরণে জানা গেছে, গত ৪ আগস্ট এজাহারনামীয় আসামি যুবলীগ নেতা মীর আমিনুল ইসলাম সোহেলসহ অন্য আসামিরা বেআইনি জনতাবদ্ধ হয়ে দা, কিরিচ, বল্লম, লোহার রড, হকিস্টিক, পেট্রলবোমা, ককটেল, পাইপগান, পিস্তলসহ ছাত্র-জনতার মিছিলে হামলা চালায়।  এতে মো. সুজন মিয়া নামে একজন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। পরে, ৯ সেপ্টেম্বর মো. সুজন মিয়া বাদী হয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।