ডেস্ক: কিশোরগঞ্জে মালামালভর্তি চলন্ত পিকআপ ভ্যানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (২৫ মার্চ) দুপুর সাড়ে ১২টায় শহরের নগুয়া বাসস্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে।
কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবুজর গিফারী বলেন, ৯৯৯ নম্বরে স্থানীয় এলাকাবাসীর কল পেয়ে ঘটনাস্থলে ছুটে আসি। তখন আমাদের বলা হয়েছিল আশপাশে পুকুর রয়েছে। এসে দেখি নেই। পরে অফিস থেকে পানি রিজার্ভের বড় গাড়ি এনে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।
তিনি আরও বলেন, আশপাশে পুকুর বা পানির ব্যবস্থা না থাকায় আগুন নিয়ন্ত্রণে বেগ পোহাতে হয়েছে। আমাদের ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণ আনে। পিকআপ ভ্যানে থাকা প্লাস্টিকের পাইপ, গ্যাসের চুলা ও অন্যান্য মালামাল পুড়ে যায়।
আবুজর গিফারী বলেন, আমরা এসে গাড়ির চালক বা গাড়ির সঙ্গে সংশ্লিষ্ট কাউকে পাইনি। তাই ক্ষয়ক্ষতির পরিমাণ বলা সম্ভব হচ্ছে না। তবে গাড়িতে অনেক জিনিসপত্র ছিল। ধারণা করছি গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হতে পারে।