ডেস্ক: কিশোরগঞ্জে পাকুন্দিয়ায় দ্রুতগামী একটি পিকআপ চাপায় এক শিশু নিহত হয়েছে। রবিবার, ২৪ মার্চ বিকেল সাড়ে ৫টার দিকে পাকুন্দিয়া-পুলেরঘাট সড়কের নারান্দী ইউনিয়নের পোড়াবাড়ীয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু ফাহাদ (৭) মিয়া পোড়াবাড়ীয়া এলাকার মাসুদ মিয়ার ছেলে।
জানা গেছে, পিকআপ ভ্যানটি পাকুন্দিয়ার দিক থেকে পুলেরঘাট যাওয়ার সময় পোড়াবাড়ীয়া এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা শিশু ফাহাদ মিয়াকে চাপা দিলে ঘটনাস্থলের তার মৃত্যু হয়।
এলাকাবাসী ঘাতক পিকআপ ভ্যান ও চালককে আটক করে পুলিশে সোপর্দ করেছে। পাকুন্দিয়া থানার ওসি আসাদুজ্জামান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।