ঢাকা১৯ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  1. ! Без рубрики
  2. Echt Geld Casino
  3. test2
  4. অপরাধ
  5. অর্থনীতি
  6. আন্তর্জাতিক
  7. আরো
  8. এক্সক্লুসিভ
  9. খেলাধুলা
  10. জাতীয়
  11. তথ্য প্রযুক্তি
  12. দেশজুড়ে
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বাণিজ্য
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

কিশোরগঞ্জে বিদ্যালয় থেকে চুরি হওয়া ৪টি ল্যাপটপ উদ্ধার

admin
আগস্ট ১৩, ২০২৪ ১২:২১ অপরাহ্ণ
Link Copied!

দৈ. কি.ডেস্ক :  নীলফামারীর কিশোরগঞ্জে নিকেতন স্কুল অ্যান্ড কলেজে থেকে চুরি হওয়া আটটি ল্যাপটপের মধ্যে চারটি ল্যাপটপ উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার সকালে চা–বাগান থেকে চারটি ল্যাপটপ উদ্ধার করা হয়।

এর আগে ল্যাপটপ চুরির ঘটনায়  রোববার থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়।

বিদ্যালয় কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাতে স্কুলের কর্মচারীরা স্কুল তালা দিয়ে চলে যান। রাতে নৈশপ্রহরী দায়িত্বে ছিলেন। গতকাল সকালে শিক্ষকেরা বিদ্যালয়ে এসে শেখ রাসেল ডিজিটাল ল্যাবের তালা ভাঙা অবস্থায় দেখতে পান। পরে তাঁরা ভেতরে গিয়ে দেখেন ল্যাবে থাকা ১৭টি ল্যাপটপের মধ্যে ৮টি ল্যাপটপ চুরি হয়েছে।

এ ঘটনার পর কিশোরগঞ্জ থানায় গতকাল সন্ধ্যায় লিখিত অভিযোগ দেয় বিদ্যালয় কর্তৃপক্ষ। লিখিত অভিযোগের পর আজ সকালে উপজেলা পরিষদ চত্বরের চা–বাগান থেকে চারটি ল্যাপটপ উদ্ধার করা হয়।

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বুলবুল আহমেদ বলেন, ১৭টি ল্যাপটপের মধ্যে ৮টি ল্যাপটপ চুরি হয়েছিল। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র মণ্ডল  বলেন, ‘ল্যাব পরিদর্শনে গিয়েছিলাম। শৃঙ্খলা ফেরাতে আমরা কাজ করছি, দোষী ব্যক্তিদের খুঁজে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সকালে উপজেলা পরিষদ চত্বরের চা–বাগান থেকে চারটি ল্যাপটপ উদ্ধার করা হয়েছে।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।