দৈ. কি.ডেস্ক : কিশোরগঞ্জের গচিহাটা স্টেশনের আউটার সিগনালে মালবাহী ট্রেনের একটি বগির চাকা লাইনচ্যুত হয়েছে। এতে চট্টগ্রাম থেকে জামালপুরগামী আন্তঃনগর বিজয় এক্সপ্রেস গচাহাটা স্টেশনে এবং কিশোরগঞ্জ থেকে ঢাকাগামী আন্তঃনগর কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেন কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনে আটকা পড়েছে।
বৃহস্পতিবার (৬ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে গচিহাটা সিগনাল পয়েন্টে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বগি লাইনচ্যুতের কারণ বা ক্ষয়ক্ষতি সম্পর্কে তাৎক্ষণিক জানা যায়নি।
কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনে স্টেশন মাস্টার মিজানুর রহমান জানান, বিকেল সাড়ে ৩টার দিকে গচিহাটা সিগন্যাল পয়েন্টে টেম্পিং কারের সঙ্গে টুলভ্যানের একটি ওয়াগন লাইনচ্যুত হয়। এতে বিজয় এক্সপ্রেস গচিহাটায় এবং কিশোরগঞ্জ এক্সপ্রেস কিশোরগঞ্জ স্টেশনে আটকা পড়েছে।
তিনি আরও জানান, রেলওয়ের প্রকৌশল বিভাগের কর্মীরা উদ্ধার কাজ শুরু করেছেন। লাইনচ্যুত বগির চাকা লাইনে ওঠানোর পর ট্রেন চলাচল স্বাভাবিক হবে।