কিশোরগঞ্জে ‘এটি ফ্লাওয়ার মিলে’ ভয়াবহ অগ্নিকাণ্ড হয়েছে। গতকাল শুক্রবার রাত ১০টার দিকে শহরের ৩২ আমলীতলা এলাকায় এ অগ্নিকাণ্ড হয়। তবে এতে কেউ হতাহত হয়নি।
কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবুজর গিফারী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে কিশোরগঞ্জ স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে রাত ১১টার দিকে আগুন নেভানো সম্ভব হয়।
আবুজর গিফারী আরও বলেন, আনুমানিক প্রায় ২৫ লাখ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে। অগ্নিকাণ্ডে আনুমানিক প্রায় ৪ লাখ টাকার মালামালের ক্ষতি হয়েছে।
এটি ফ্লাওয়ার মিলের মালিক আবু তাহের মিয়া বলেন, ‘কিছু বুঝে ওঠার আগেই মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। আমার সর্বনাশ হয়ে গেছে। অনেক বড় ধরনের ক্ষতি হয়ে গেল আমার।’
এই অগ্নিকাণ্ডে কত টাকার ক্ষতি হয়েছে—এমন প্রশ্নের জবাবে আবু তাহের মিয়া বলেন, ‘এখন বলতে পারব না। তবে আমার অনেক টাকার ক্ষতি হইছে এই আগুন লাগাতে।’