দৈ. কি.ডেস্ক : বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল কিশোরগঞ্জ জেলার কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় জেলা শহরের শিল্পকলা একাডেমি হলে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়।
কিশোরগঞ্জ জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. দিদারুল হক এর সঞ্চালনা ও সভাপতি সালাহ উদ্দিন বাচ্চুর সভাপতিত্বে কর্মী সভার উদ্বোধন করেন কেন্দ্রীয় শ্রমিক দলের সাধারণ সম্পাদক ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য নূরুল ইসলাম খান নাসিম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলম।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মো. মেহেদী আলী খান। কর্মী সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম, শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক মিয়া মো. মিজানুর রহমান, শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির সহ মহিলা বিষয়ক সম্পাদক হামিদা খাতুন, সাধারন সম্পাদক নাসরিন আক্তার ডিনা।
এসময় কিশোরগঞ্জ জেলার ১৩ উপজেলার শ্রমিকদলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।