দৈ. কি.ডেস্ক : কিশোরগঞ্জের কটিয়াদীতে বিষধর সাপের কামড়ে আফজাল হোসেন (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (২২ সেপ্টেম্বর) দিনগত রাতে উপজেলার জালালপুর ইউনিয়নের দক্ষিণ চরপুক্ষিয়া গ্রামে এ ঘটনা ঘটে। আফজাল ওই গ্রামের মো. মিলন মিয়ার বড় ছেলে।
স্থানীয়রা জানায়, সন্ধ্যার পর আফজাল হোসেন কাজীর বাজারে বসে ছিলেন। কিছুক্ষণ পাশের ঝোপে গেলে সেখানে একটি সাপে কামড় দেয়। বিষয়টি তাৎক্ষণিক টের না পেলেও পরে বিষক্রিয়া বাড়তে থাকে। পরে কবিরাজের মাধ্যমে বাড়িতে ঝাড়ফুঁক করতে থাকেন। রাত ২টার দিকে বিষক্রিয়া বেড়ে গেলে বাজিতপুরের ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ভোর সাড়ে ৪টার দিকে সেখানে তার মৃত্যু হয়।
জালালপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) ইব্রাহিম ফকির খোকন জানান, সাপের কামড়ে আফজাল হোসেনের মৃত্যু হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।