দৈ. কি.ডেস্ক :বিগত ০৫.১২.২০২৪ খ্রি. তারিখ রোজ বৃহস্পতিবার সকাল ১১.৩০ টায় কিশোরগঞ্জ জেলা তথ্য অফিসের আয়োজনে গুরুদয়াল সরকারী কলেজহলুরমে, তারুণ্য নির্ভর উন্নত, সমৃদ্ধ, বৈষম্যহীন ও
জবাবদিহিতামূলক বাংলাদেশ গড়ে তোলার জন্য জনসচেতনতা বৃদ্ধির
লক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গুরুদয়াল সরকারী কলেজের সম্মানিত অধ্যক্ষ জনাব আ. ন.ম মুশতাকুর রহমান এর সভাপতিত্বে ও সহ: জেলা তথ্য অফিসার জনাব সত্যেন্দ্র চন্দ্র পাল এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব রুবেল মাহমুদ, অতি: জেলা প্রশাসক (সার্বিক), কিশোরগঞ্জ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জনাব আল আমিন হাসান ওজেলা স্বাস্থ্য বিভাগের মেডিক্যাল অফিসার, ডা. নাজমুল করিম। উক্ত অনুষ্ঠানে তরুণদের উদ্দেশ্যে বিষয়ভিত্তিক প্রবন্ধ উপস্থাপন করেন গুরুদয়াল সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক জনাব এ.এস.এম সাইফজ্জামান। অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে তারুণ্য
নির্ভর বৈষম্যহীন বাংলাদেশ গড়তে তরুণদের অর্থবহ অংশগ্রনের আহ্বান জানিয়ে শুভেচ্ছা ও স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্যঅফিসের সহকারী পরিচালক, জনাবা তানজিনা সুলতানা।