ঢাকা১৩ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. ! Без рубрики
  2. Echt Geld Casino
  3. test2
  4. অপরাধ
  5. অর্থনীতি
  6. আন্তর্জাতিক
  7. আরো
  8. এক্সক্লুসিভ
  9. খেলাধুলা
  10. জাতীয়
  11. তথ্য প্রযুক্তি
  12. দেশজুড়ে
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বাণিজ্য
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

কিশোরগঞ্জ সদর উপজেলা বিএনপির সভাপতি খালেদ সাইফুল্লাহ সোহেল, সাধারণ সম্পাদক হাজী ইসরাইল

admin
ডিসেম্বর ১৬, ২০২৪ ১১:৩৭ পূর্বাহ্ণ
Link Copied!

দৈ. কি.ডেস্ক :  জেলার কিশোরগঞ্জ সদর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সভাপতি পদে খালেদ সাইফুল্লাহ সোহেল ও সাধারণ সম্পাদক পদে মো. ইসরাইল মিয়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

রোববার (১৫ ডিসেম্বর) বিকেলে সম্মেলনের উন্মুক্ত কাউন্সিল অধিবেশনে এ দুটি পদে আর কোনো প্রার্থী না থাকায় তাদের নির্বাচিত ঘোষণা করা হয়।

এর আগে রোববার (১৫ ডিসেম্বর) সকালে কিশোরগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে জাতীয় ও দলীয় সঙ্গীতের মধ্য দিয়ে সম্মেলন উদ্বোধন করেন জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলম।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল।   হাবিব উন নবী খান সোহেল বলেন, স্বৈরাচার শেখ হাসিনা অবৈধভাবে দেশনেত্রী খালেদা জিয়াকে তাঁর স্মৃতিবিজড়িত বাড়ি থেকে এক কাপড়ে উচ্ছেদ করে দিয়েছিল। এখন শেখ হাসিনা নিজেই দেশ থেকে উচ্ছেদ হয়ে গেছেন। শেখ হাসিনা এ দেশের নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছেন। শুধু এই অপরাধেই তাঁর এক হাজার বছর জেল হওয়া উচিত। যাঁরা চোরের মতো দেশ থেকে পালিয়ে গেছেন, তাঁদের এই দেশে কস্মিনকালেও আর রাজনীতিতে ফিরে আসার সুযোগ নেই। ভারতকে বাংলাদেশের বিষয়ে হস্তক্ষেপ আর নাক না গলাতে আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘বন্ধুত্ব করলে খুনি হাসিনার সঙ্গে নয়, বাংলাদেশের জনগণের সঙ্গে বন্ধুত্ব করুন।’

সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন-বিএনপির ময়মনসিংহ বিভাগীয় কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ ও সাবেক এমপি লায়লা বেগম।

সম্মেলনে প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম।

কিশোরগঞ্জ সদর উপজেলা বিএনপির আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে আরও বক্তব্য দেন-জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম মোল্লা, রুহুল হোসাইন, অ্যাডভোকেট জালাল মো. গাউস, রুহুল আমিন আকিল, অ্যাডভোকেট শরীফুল ইসলাম শরীফ, ইসমাইল হোসেন মধু, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট জালাল উদ্দীন, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম রতন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম আশফাক, জেলা মহিলা দলের সভাপতি অ্যাডভোকেট জেসমিন সুলতানা কবিতা, জেলা শ্রমিক দলের সভাপতি সালাহ উদ্দিন বাচ্চু, জেলা যুবদলের সভাপতি খসরুজ্জামান শরীফ ,জেলা ছাত্রদলের সভাপতি মারুফ মিয়া ও নেভিন আহমেদ সহ  অনেকে।

সম্মেলনের প্রথম অধিবেশন সঞ্চালনা করেন কিশোরগঞ্জ সদর উপজেলা বিএনপির সদস্য সচিব মো. ইসরাইল মিয়া।

কিশোরগঞ্জ সদর উপজেলার সবকটি ইউনিট থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে সম্মেলনে অংশ নেন।

১৯৯৭ সালে সদর বিএনপির সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।