দৈ. কি.ডেস্ক :কিশোরগঞ্জ – ১ সদর ও হোসেনপুর আসনের সংসদ সদস্য ডাঃ সৈয়দা জাকিয়া নূর লিপির বিরুদ্ধ অপপ্রচার করে বিভ্রান্ত সৃষ্টি করার প্রতিবাদে আজ দুপুরে কিশোরগঞ্জ সদরের সার্কিট হাউজ এলাকায় সংসদ সদস্যদের ভাড়ায় বাসায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
১৬ জুন ( রবিবার ) দুপুর ১২ টায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন অধ্যাপক শরীফ আহমেদ শাদী।
বক্তব্যে তিনি বলেন, সরকার ২০২৩-২৪ অর্থ বছরের বরাদ্দে ঈদুল আযহা উপলক্ষে সাধারণ ও দরিদ্র শ্রেনীর মানুষের জন্য মাথা পিছু ১০ কেজি করে চাল সদরের ১১ টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের নামে বরাদ্দ দেওয়া হয় ৫৫,৯৫৮ মেঃটন চাল বিতরণ কাজে অনিয়ম করে। যার ফলে স্বচ্ছতা নিশ্চিত করার জন্য কিশোরগন্জ ১ আসনের সাংসদ কে অবহিত করার জন্য সদর উপজেলা নির্বাহী অফিসারকে পএ দেয়ায় তা বৌলাই ইউনিয়নের কিছু নেতা জেলা আঃলীগের নেতার নির্দেশে ইহার অপব্যবহার ও অপপ্রচার করে বিভ্রান্ত সৃষ্টি করার উদ্দেশ্যে বিভিন্ন টিভি সহ বিভিন্ন গণমাধ্যমে যে চিএ প্রদান করেছেন এতে সংসদ সদস্যের মান সম্মান ক্ষুন্ন হয়েছেন এবং মিথ্যা প্রচারনায় বিব্রতবোধ করেছেন বিধায় এমপির অনুসারীরা তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন। তারা গণমাধ্যম সহ অপপ্রচার কারীদের এমপি কর্তৃক প্রেরিত পএ বোঝার ক্ষমতা নিয়েও প্রশ্ন তোলেন। এব্যাপারে আইনগতভাবে ব্যবস্হা নেয়ার কথাও ভাবছেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান মামুন আল মাসুদ খান, মহিনন্দ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাদেকুর রহমান, দানাপাটুলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাসুদ মিয়া, মারিয়া ইউনিয়নের চেয়ারম্যান( সাবেক) সালাউদ্দিন আহাম্মেদ, সাবেক ছাএ নেতা প্রকৌশলী শরীফুল ইসলাম।
সংবাদ সম্মেলনে কিশোরগঞ্জের
সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।