দৈ. কি.ডেস্ক : কিশোরগঞ্জে মো. আলামিন (১৫) নামে এক কিশোরকে গলা কেটে হত্যা করে তার অটোরিকশা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।সোমবার (১১ নভেম্বর) সকালে কিশোরগঞ্জ সদর উপজেলার মাইজখাপন এলাকায় একটি ধানক্ষেত থেকে হাত-পা বাঁধা অবস্থায় তার জবাই করা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
কিশোরগঞ্জ সদর মডেল থানার (ওসি) আবদুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।নিহত কিশোর আলামিন জেলার তাড়াইল উপজেলার ভেরামতলা গ্রামের কাঞ্চন মিয়ার ছেলে।
স্বজনরা জানান, রোববার বিকেলে বাড়ি থেকে অটোরিকশা নিয়ে বের হয় মো. আলামিন। এরপর থেকে তার কোন খোঁজ পাওয়া যাচ্ছিল না।
জীবন-জীবিকার তাগিদে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়েছিল কিশোর আলামিন। সবশেষ সন্ধ্যার দিকে তার মা ও ভগ্নিপতির সঙ্গে কথা হয়। তখন সে জানায় যাত্রী নিয়ে কিশোরগঞ্জ সদর উপজেলার সুনামগঞ্জ যাচ্ছে। এরপর থেকে সে নিখোঁজ হয়। সঙ্গে থাকা মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়। সোমবার সকালে কিশোরগঞ্জ সদর উপজেলার মাইজখাপন ইউনিয়নের পাচধা এলাকায় রাস্তার পাশে একটি ধানক্ষেতে হাত-পা বাঁধা ও গলাকাটা অবস্থায় কিশোর আলামিনের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আলামিনের মরদেহ সনাক্ত করেন স্বজনরা। এমন নির্মম হত্যাকাণ্ডে হতবাক এলাকাবাসী ও স্বজনরা। নৃশংস এই হত্যাকাণ্ডে জড়িতদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানান তারা।
খবর পেয়ে ঘটনাস্থলে যান পুলিশ, পিবিআই ও সিআইডি পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা। পুলিশের ধারণা, অটোরিকশা ছিনিয়ে নেয়ার জন্যই রাতের কোন এক সময় যাত্রীবেশী দুর্বৃত্তরা এ নৃশংস হত্যাকাণ্ড ঘটায়।
জড়িতদের গ্রেফতার করতে অভিযান চলছে বলে জানান, জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. আল-আমিন হোসাইন।
পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।