কিশোরগঞ্জের কুলিয়ারচরে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ১২০ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার এবং মাদক ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত বোরহান মিয়া (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করেছে পুলিশ।
কুলিয়ারচর থানার ওসি মো. সারোয়ার জাহানের নেতৃত্বে থানার অফিসার-ফোর্সের সমন্বয়ে উপজেলার চৌমুরী বাজারে এই অভিযান পরিচালনা করা হয়।
কুলিয়ারচর থানার ওসি মো. সারোয়ার জাহান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটারিচালিত রিকশা (বিভাটেক) যোগে অবৈধ মদ পরিবহনের খবর পেয়ে কুলিয়ারচর থানা পুলিশ উপজেলার চৌমুরী বাজারে অভিযান পরিচালনা করে।
এ ব্যাপারে কুলিয়ারচর থানায় মামলা দায়ের করা হয়েছে জানিয়ে ওসি মো. সারোয়ার জাহান বলেন, গ্রেপ্তারকৃত আসামিকে সোমবার (১৯ ফেব্রুয়ারি) আদালতের মাধ্যমে কিশোরগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।