দৈ. কি.ডেস্ক : অবসর ঘোষণা করলেন ক্যারিবীয় অলরাউন্ডার ডোয়াইন ব্রাভো। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) চলতি আসরে ট্রিনবাগো নাইট রাইডার্সের হয়ে খেলে পাকাপাকি ভাবে ক্রিকেটকে বিদায় জানাবেন তিনি। গতকাল আনুষ্ঠানিকভাবে এই বিদায়ের কথা জানালেন ক্যারিবিয়ান কিংবদন্তি।
২০২১ সালে সর্বশেষ জাতীয় দলের জার্সিতে খেলা ব্রাভো ২০২২ সাল পর্যন্ত আইপিএল খেলেছেন।
২০২৩ সাল থেকে চেন্নাইয়ের বোলিং কোচের দায়িত্ব সামলাচ্ছেন। তবে আইপিএল থেকে অবসর নিলেও বিভিন্ন দেশে টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজ়ি লিগে খেলছিলেন ব্রাভো। এ বছর খেলেছেন টেক্সাস সুপার কিংসের হয়ে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের সিদ্ধান্ত জানান ব্রাভো।
ওয়েস্ট ইন্ডিজ়ের হয়ে ৪০টি টেস্ট, ১৬৪টি ওয়ানডে এবং ৯১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ব্র্যাভো। ২০২১ সালে শেষবার টি-টোয়েন্টিতে জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নেমেছিলেন। দেশের হয়ে ২০১২ এবং ২০১৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছেন।