আজ ঢাকা তো কাল সিলেট, কাল সিলেট তো পরশু মাগুরায়। আজ ক্রিকেট মাঠে তো কাল রাজনীতির। এভাবেই ব্যস্ত সময় কাটছে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের। মাগুরায় ফুটবল খেলার পর এবার সিলেটের মাটিতে তিনি ফুটবলে মেতেছেন। তবে সেটা ছিল দলীয় অনুশীলনের অংশ।
শুক্রবার (২ ফেব্রুয়ারি) দুপুর ২টায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের আউটারে অনুশীলনে নামে রংপুর রাইডার্স। এ সময় অনুশীলনের অংশ হিসেবে ফুটবল ম্যাচ খেলেন সাকিবরা। প্রায় আধা ঘণ্টার ফুটবল ম্যাচ শেষে নেটে বল হাতে অনুশীলন শুরু করেন রংপুরের অলরাউন্ডার।
বিপিএলের সিলেট পর্ব চলাকালীন দুই দিনের বিরতিতে ঢাকা হয়ে মাগুরায় গিয়েছিলেন সাকিব। বুধবার (৩১ জানুয়ারি) মাগুরায় গিয়ে সারাদিন বাসায় বিশ্রাম নেন। বিকাল সাড়ে ৪টায় শহরের বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়ামে ফুটবল খেলায় অংশ নেন। সেখানে তিনি স্থানীয় ফুটবলারদের সঙ্গে খেলেন।