দৈ. কি. ডেস্ক: কিশোরগঞ্জের ভৈরবে জ্যাকেটে করে ফেনসিডিল পাচারের সময় ফেরদৌসী বেগম (৫০) নামে এক নারীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১৯ এপ্রিল) বিকাল ৪টার দিকে ভৈরব আশুগঞ্জ নৌকাঘাট থেকে তাকে আটক করা হয়।
ফেরদৌসী বেগম শহরের ভৈরব পুর উত্তর পাড়া এলাকার প্রদিপ দাসের স্ত্রী।
পুলিশ জানায়, গোপন সংবাদমাধ্যমে ভিত্তিতে আশুগঞ্জ ঘাটে একটি নৌকা ভিড়তেই সন্দেহভাজন নারীকে আটক করে ভৈরব শহর পুলিশ ফাঁড়িতে নিয়ে আসা হয়।পরে মহিলা কনস্টেবল দিয়ে তার দেহ তল্লাশি করে কাপড়ের নিচে বিশেষ কায়দায় বাধা একটি জ্যাকেট খুলতেই একে একে বেরিয়ে এলো ৫৬টি ফেনসিডিল।
ভৈরব থানার অফিসার ইনচার্জ মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আটক নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে আদালতে পাঠানো হবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।