দৈ. কি.ডেস্ক : কোটা সংস্কার আন্দোলন ও ছাত্র- জনতার গণঅভ্যুত্থানে যারা নির্বিচারে আন্দোলনকারীদের ওপর গুলি চালিয়েছে তাদেরকে মানবতাবিরোধী অপরাধে সর্বোচ্চ শাস্তির আওতায় আনা হবে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ।
রবিবার (১৮ আগস্ট) দুপুর দুইটার দিকে রাজধানী ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় নিহত দুই শিক্ষার্থীর জানাযায় অংশগ্রহণ করে এই কথা বলেন আসিফ মাহমুদ।
তিনি বলেন, ‘রিয়াজ ভাই, ইমন ভাই সহ যারা শহীদ হয়েছেন তাদের পরিবারের দায়িত্ব অন্তবর্তী কালীন সরকার নেবেন এবং দীর্ঘমেয়াদেও পরিবারের দায়িত্ব সরকার নেবেন এবং যারা আহত আছেন বর্তমানে এবং ভবিষ্যৎ সকল চিকিৎসার দায়িত্ব ইতিমধ্যে সরকার নিয়েছে। আমরা এটি স্পষ্ট ভাবে বলতে চাই যারা আমাদের ভাইদের শহীদ করেছে, নির্বিচারে গুলি চালিয়েছেন তাদের বিচার এই বাংলার মাটিতে নিশ্চিত করা হবে।
মানবতা বিরোধী অপরাধে তাদেরকে সর্বোচ্চ শাস্তির আওতায় নিয়ে আসা হবে। আমরা আজকের এই দিনে আমাদের শহীদ ইমন ভাই এবং রিফাত ভাই এর আত্মার মাগফিরাত কামনা করছি। এই পৃথিবীতে তারা যেই সাহস দেখিয়েছেন এবং মানুষের জন্য জীবন দিয়েছেন, পরকালেও তারা যেন শান্তিতে থাকতে পারে সেই কামনা করছি।’