দৈ. কি.ডেস্ক : কিশোরগঞ্জের মিঠামইনে কামাল হোসেন (৪৬) নামের এক ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় উপজেলার কেওয়ারজোড় ইউনিয়নের কেওয়ারজোড় গ্রামের বাড়ি থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
তাঁর ভাই জামাল হোসেনের ভাষ্য, ব্যবসায়িক কারণে ভৈরব ও কিশোরগঞ্জেই বেশির ভাগ সময় থাকেন কামাল। উপজেলা পরিষদ নির্বাচনের জন্য এলাকায় ছিলেন। বুধবারের নির্বাচনে পছন্দের প্রার্থীর জয়ে বৃহস্পতিবার স্থানীয় বাজারে সমর্থকদের সঙ্গে খাওয়া-দাওয়া করেন। রাতে বাড়ি ফিরে মায়ের সঙ্গে কথা বলে নিজ ঘরে ঘুমাতে যান।
তিনি বলেন, শুক্রবার দুপুর ১২টার দিকেও কামাল ঘুম থেকে না ওঠায় অনেক ডাকাডাকি করা হয়। সাড়া না পেয়ে দরজা ভেঙে দেখা যায়, আড়ার সঙ্গে গামছা পেঁচিয়ে ঝুলছেন।
এএসপি (অষ্টগ্রাম সার্কেল) স্যামুয়েল সাংমা বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। প্রতিবেদন এলে বিস্তারিত বলা যাবে। গতকাল শনিবার বিকেলে তাঁর জানাজা হয়েছে।