দৈ. কি.ডেস্ক : আফগানিস্তানকে দ্বিতীয় ওয়ানডেতে ২৫৩ রানের চ্যালেঞ্জ ছুড়ে বাংলাদেশ। আর এটা সম্ভব হয়েছে অভিষিক্ত জাকের আলি ও দীর্ঘদিন পর খেলতে নামা নাসুম আহমেদের কল্যাণে। নয়তো যেই গতিতে ব্যাট করছিল বাংলাদেশ। তাতে ১২০ কিংবা ১৩০ এই আটকে যাওয়ার কথা ছিল বাংলাদেশের। এই দুই ব্যাটারের নৈপুণ্যে শেষ ৫ ওভারে ৫২ রান যোগ করতে পেরেছে বাংলাদেশ। তাতে বোলাররা পায় লড়াই করার রসদ।
বোলিংয়ে নেমে আফগানদের ১৮৪ রানে থামিয়ে ৬৮ রানের জয়ে সিরিজে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। অথচ, এক ম্যাচ হাতে রেখে সিরিজ জয়ের স্বপ্ন দেখছিল আফগানরা। দলটি ঠিক কোথায় হেরে গেল তা ম্যাচ শেষে জানিয়েছেন দলটির অধিনায়ক হাশমতউল্লাহ শহীদি। যেখানে হারের জন্য শেষ ৫ ওভারকেই দায়ী করেছেন তিনি।
শেষ দিকে দারুণ ব্যাটিং করেছেন অভিষিক্ত জাকের আলি ও দীর্ঘ দিন পর ফেরা নাসুম। জাকের ২৭ বলে অপরাজিত ৩৭ রানের ইনিংস খেলছেন। অন্যদিকে নাসুমের ব্যাট থেকে আসে গুরুত্বপূর্ণ ২৪ বলে ২৫ রান। যাকে হারের কারণ হিসেবে দেখছেন আফগান অধিনায়ক।
ম্যাচ শেষে হারের ব্যাখ্যায় শহীদি বলেন, ‘এটা কঠিন ছিল। আমি মনে করি শেষ ৫ ওভারে ৪০ রান (আসলে ৫২ রান) এবং এটাই হারের কারণ। আমরা ভালো খেলেছি, কিন্তু উইকেট ছিল ব্যবহৃত এবং দ্বিতীয় ইনিংসে (এমন উইকেটে) ব্যাট করা কঠিন ছিল।’