ডেস্ক:শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচেই আউট হন শূন্য রানে। সাম্প্রতিক সময়েও আন্তর্জাতিক ওয়ানডেতে ছিলেন নিজের ছায়া হয়ে। এরপর গতকাল সিরিজের মাঝপথেই বাদ পড়লেন দল থেকে। বাদ পড়ার ২৪ ঘণ্টা না পেরোতেই লিটন কুমার দাসকে দেখালো ডিপিএলে আবাহনীর হয়ে খেলতে।
আজ শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে আবাহনীর লিমিটেডের ম্যাচ বিকেএসপির তিন নম্বর মাঠে। এই বিকেএসপি থেকেই শুরু হয়েছিল লিটনের ক্যারিয়ার। ছন্দহারা লিটনের ছন্দে ফেরার যাত্রাটাও শুরু হচ্ছে এখান থেকেই।
এই ম্যাচে আগে ফিল্ডিং করে শাইনপুকুরকে ১৬৯ রানে অলআউট করেছে আবাহনী। উইকেটের পিছনে দাঁড়িয়ে একটি স্টাম্পিং ও একটি ক্যাচ ধরেছেন লিটন।