ডেস্ক:জামিনে কারাগার থেকে মুক্তি পেয়েছেন ময়মনসিংহ বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক শরিফুল আলম।
শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে কাশিমপুর-২ কারাগার থেকে তিনি মুক্তি পান বলে জানিয়েছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
তার নামে দায়ের করা সব মামলায় জামিন পাওয়ায় তিনি কারাগার থেকে মুক্তি পেয়েছেন।
গত বছরের ৩ নভেম্বর ভৈরব থেকে সাদা পোশাকে পুলিশ পরিচয়ে তাকে তুলে নেওয়া হয়। পরে ডিবি পুলিশ তাকে আটকের ঘটনা স্বীকার করে। প্রায় চার মাস কারাভোগের পর আজ তিনি মুক্তি পেয়েছেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।